Read Time:1 Minute, 22 Second

২০২১-এ দারুণ কিছুর অপেক্ষায় রয়েছেন কৃতী শ্যানন। ‘মিমি’ ছবিতে একজন সারোগেট মায়ের ভূমিকায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন তিনি। এরপর রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর ছবি ‘হাম দো হামারে দো’। এই দুই ছবি বাদেও কৃতীর হাতে রয়েছে অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পান্ডে’ অন্যদিকে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেড়িয়া’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, ‘বচ্চন পান্ডে ববি সিমহার জিগরঠান্ডা ছবির রিমেক হতে চলেছে। সূত্রের খবর, কৃতী অভিনয় করবেন একজন পরিচালকের ভূমিকায় যাঁর সঙ্গে দেখা হবে ভয়ংকর গ্যাংস্টার অক্ষয় কুমারের। গ্যাংস্টারদের নিয়ে একটি ছবি করার কারণেই অক্ষয়ের সঙ্গে দেখা হবে কৃতীর। প্রসঙ্গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের ধর্ষণ নিয়ে মহিলাদের সংস্কারের কথার তীব্র প্রতিবাদ করেছিলেন কৃতী।