৬২ বছর পর, বিশ্বে সাড়া ফেলল বাঙালির তৈরি ছবি ‘দোস্তজী’

admin

। সারা বিশ্ব জুড়ে সাড়া ফেলে দেওয়ার পর গত ১১ ই নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছে পেক্ষাগৃহে। ছবির পরিচালক হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিবেদক প্রসেনজিৎ চ্যাটার্জী।

0 0
Read Time:3 Minute, 24 Second

হ্যাঁ ঠিকই শুনেছেন, বাঙালি তৈরি ছবি আবারও সারাবিশ্বে শ্রেষ্ঠ আসন নিয়েছে। ছবির শিরোনাম ‘দোস্তজী’। সারা বিশ্ব জুড়ে সাড়া ফেলে দেওয়ার পর গত ১১ ই নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবির পরিচালক হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিবেদক প্রসেনজিৎ চ্যাটার্জী।

নব্বইয়ের দশকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার দুই ভিন্নধর্মী বালকের বন্ধুত্বের গল্প হল ‘দোস্তজী’। ছবিটির প্রেক্ষাপট বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বাই বিস্ফোরণের পরবর্তীকাল। ছবিটি আপনার মন খারাপ থেকে সমস্ত কিছুরই পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। দুই বন্ধুর এক নির্ভেজাল বন্ধুত্বের গল্প দর্শকদের বলছে ‘দোস্তজী’। ছবিটি শুধুমাত্র বিদেশিদের মন ভরিয়ে তোলেনি মন ভরিয়ে তুলেছে ভারতের অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চনেরও। তিনি ছবির পরিচালক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

ছবিটি তৈরি হয়েছে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম ডোমকলের কাছে। ছবিতে প্রত্যন্ত গ্রামের এক হিন্দু বালক পলাশ ও এক মুসলিম বালক সফিকুলের আড়ি-ভাব, খুনসুটি, মান-অভিমান ফুটে উঠেছে। এই ছবিতে পলাশ চরিত্রে অভিনয় করেছে আশিক শেখ এবং সফিকুলের চরিত্রে অভিনয় করেছে আরিফ শেখ নামক দুই বালক। ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন জয়তী চক্রবর্তী, স্বাতীলেখা কুণ্ডু, অনুজয় চট্টোপাধ্যায়। সিনেমাটোগ্রাফি করেছেন এক স্কুল শিক্ষক তুহিন বিশ্বাস, যিনি প্রথমবার কোন ছবিতে সিনেমাটোগ্রাফি করলেন। এছাড়াও সম্পাদনায় রয়েছেন সুজয় দত্ত রায় ও শান্তনু মুখোপাধ্যায়।

ছবিটি ইতিমধ্যে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যে বিশ্বের ২৬ টি দেশ ঘুরে ৮টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ‘দোস্তজী’। ৬২ বছর আগে সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসারের প্রিমিয়ার হওয়া বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ‘দোস্তজী’। তাছাড়াও বাংলা ছবি হিসেবে প্রথম ইউনেস্কোর সিফেজ প্রাইজ পেল ‘দোস্তজী’। তাছাড়াও পেয়েছে জাপানের নারা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন শিকা’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্বপ্নভঙ্গ পাকিস্তানের, বিশ্বকাপে জয়ী ইংল্যান্ড। এম ভারত নিউজ

কুড়ি ওভার শেষে পাকিস্তান ইংল্যান্ডকে টার্গেট দেয় ১৩৭ রান।

Subscribe US Now

error: Content Protected