আলিপুরদুয়ারে নাবালিকাকে নৃশংসভাবে হত্যা পড়শি যুবকের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 44 Second

ভয়ঙ্কর! নৃশংস! নির্মম! না, কোনও বিশেষণ-ই যথেষ্ট নয় এই হাড়হিম করা ঘটনার জন্য। এই ঘটনা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে ওঠে আমজনতার মনে। স্কুল যাওয়ার পথে এক নাবালিকাকে পড়শি যুবক নৃশংসভাবে খুন করল দা দিয়ে। অভিযুক্ত যুক্ত দা-এর এক কোপেই ওই নাবালিকার গলা কেটে আলাদা করে দেয় শরীর থেকে। আলিপুরদুয়ারের ফালাকাটায় খলিসামারি এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ।

জানা গিয়েছে যে, মৃতা নাবালিকার নাম অঙ্কিতা শীল। দশম শ্রেণিতে পড়তো অঙ্কিতা। সূত্রের খবর, আজ সকালে সে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। সেইসময়ই আচমকা পড়শি যুবক স্বপন বিশ্বাস তার সামনে এসে দাঁড়ায় । তারপরই কেউ কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে ওই নাবালিকার মুখে গামছা বেঁধে চুল টেনে ধরে গলায় কোপ বসায় দা দিয়ে । এই ভয়ঙ্কর হত্যালীলাকে নিজের চোখে দেখেছে ওই নাবালিকার খুড়তুতো বোন। মৃতার বোন জানিয়েছে, দা দিয়ে গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করে দেয় অভিযুক্ত। বার বার কোপাতে থাকে দিদিকে। কিন্তু এই নৃশংসতার কারণ খুঁজে না পেয়ে ধন্দে সবাই। প্রকৃত কারণ বুঝে উঠতে পারছেন না কেউই। যদিও কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন এই ঘটনায় প্রেমের যোগ থাকার ।

ইতিমধ্যেই, ফালাকাটা থানার পুলিস অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে৷ সেইসঙ্গে তার পরিবারের প্রত্যেক সদস্যকেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে ফালাকাটা থানায়। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযুক্তকে। খুনের ঘটনায় তদন্ত চলছে জোরকদমে ৷ এলাকাবাসীর বক্তব্য, অভিযুক্ত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন। তার পরিবারেরও মানসিক সুস্থতার অভাব রয়েছে। তাই তাদের অবিলম্বে গ্রাম থেকে উচ্ছেদ করতে হবে বলেও দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শারিরীক ত্রুটিযুক্ত শিশুদের চিকিৎসায় নয়া উদ্যোগ কোলাঘাটে । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট: বহু মানুষেরই নানা কারণেই তৈরী হয় নানান শারীরিক ত্রুটি। কখনও সেই ত্রুটি হয় জন্মগত কারণে বা কখনও সেই ত্রুটি হয় দুর্ঘটনাজনিত কারণে। বিভিন্ন কারনে এমন বহু ক্ষেত্রেই দেখা যায় যে, মাতৃ গর্ভেই বহু নবজাতক ঠোঁট ও তালু কাটার মত জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে। সমাজের একশ্রেণীর মানুষ […]

Subscribe US Now

error: Content Protected