মমতা-ধনকড় তরজা তুঙ্গে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 48 Second

ফের বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনকড়। মমতার বিরুদ্ধে আবারও সুর চড়ালেন তিনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। মঙ্গলবার সকালে মমতার উদ্দেশে যে দু’পাতার চিঠি ধনখড় লিখেছেন, সেটিকে টুইটারেও তুলে ধরেছেন তিনি। চিঠিতে তিনি লেখেন, পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধে নেয়নি। এর ফলে রাজ্যের ৭০ লাখ চাষী ৮৪০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের কৃষকদের পেতে দেওয়া হলে এত দিনে প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২ হাজার টাকা করে জমা পড়ে যেত।

করোনাকালীন সহায়তা হিসেবে কেন্দ্রীয় সরকার যে সাড়ে ৩ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, তার আওতায় প্রাপ্য ৩০ হাজার কোটি টাকাও পশ্চিমবঙ্গ পায়নি মমতার ‘অকর্মণ্যতার’ জন্য— ঠিক এই ভাষাতেই মমতাকে আক্রমণ করেন ধনকড়। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকারের দূরে থাকা নিয়ে আগেও একাধিক বার মমতাকে বিঁধেছেন ধনকড়। তবে এবারের চিঠি সময় সাপেক্ষে বেশ তাত্পর্যপূর্ণ। অর্থাৎ যে সময়ে মোদী সরকারকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিয়ে পথ নামছে তৃণমূল, সেই সময়েই কৃষক ইস্যুতে মমতাকে চিঠি ধনখড়ের। সেই চিঠিতে মমতার সরকারকেই ‘কৃষক বিরোধী’ বলে দেগে দেওয়া। অন্যদিকে আজই কেন্দ্রীয় সরকারের দুটি প্রকল্পে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে কেন্দ্রকে ৯ তারিখ যে চিঠি দিয়েছেন তা টুইট করে জানাল রাজ্যের প্রশাসনিক দফতর। একটি হল পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প এবং অন্যটি আয়ুষ্মান ভারত প্রকল্প। চিঠিতে রাজ্যপালের অভিযোগের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা মমতা যে আগেই তুলে ধরেছেন এদিন টুইটে দেখতে পাওয়া চিঠিতেই তা স্পষ্ট করতে চাইলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহিলাদের পাশে বিজেপি মহিলা মোর্চা । এম ভারত নিউজ

রাজ্যের মহিলাদের যে কোনও বিপদে পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ নিল বিজেপি মহিলা মোর্চা। মঙ্গলবার রাজ্য বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলন করে নারী সুরক্ষায় একটি হেল্পলাইন চালুর কথা ঘোষণা করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। কিছুদিন আগে মহিলাদের সুরক্ষার জন্য মার্শাল আর্ট দেওয়ার প্রশিক্ষণের কথা ঘোষণা করেছিল বিজেপি মহিলা মোর্চা। এবার […]

Subscribe US Now

error: Content Protected