নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার নৈপুর অঞ্চলের চাঁদপুর বুথ এলাকায় ।বঙ্গ নির্বাচন ২০২১,এর আগে প্রথম দফার শেষ নির্বাচনী প্রচারে দিন ছিল গতকাল। কাল সেই নিয়ে ব্যস্ত ছিলেন বিভিন্ন দলীয় নেতারা ।এরই মধ্যে বিজেপি সমর্থকদের ওপর হামলা, ও তাঁদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূল কর্মী সমর্থকদের উপর।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার নৈপুর অঞ্চলের চাঁদপুর বুথ এলাকায় বিজেপির কিছু দলীয় সমর্থক ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করছিল। সেই সময় আকস্মিক তৃণমূলের ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী লাঠি-রড নিয়ে ওই কর্মীদের ওপর হামলা। ব্যাপক মারধর করা হয় কর্মীদের। বাড়ি লক্ষ করেও ভাঙচুর চালানো হয়। আহত ৬ জন বিজেপি কর্মী। যাদের মধ্যে ২ জন গুরুতর। এদের ১ জন কে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও অপর জনকে পটাশপুর ২ নম্বর ব্লক স্থাথ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে আছে সমগ্র এলাকায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। পাশাপাশি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। একজন দলনেতা কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গেছে তৃণমূলের দলীয় ভাড়া করা দুষ্কৃতীরা এই কাজ করেছে । পাশাপাশি তিনি নির্বাচন কমিশন প্রদত্ত পুলিশদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন ,নিজেদের পেশার ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করতে, কোন দলের পদপৃষ্ট হয়ে কাজ না করাই শ্রেয়। ওদিকের রাজ্য তৃণমূল সুপ্রিমোকে তোপ দিয়ে তিনি বলেছেন রাজ্যের মানুষ তাঁদের জালিয়াতি ধরে ফেলেছে ,তাই আগামী দিনে মোদি সরকার ক্ষমতায় আসতে চলেছে বাংলায়।