Read Time:1 Minute, 22 Second
তৃণমূলেই থাকবেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বৃহস্পতিবারই আসানসোল পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন তিনি। শুধু তাই নয়, কয়েকদিন ধরেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই নিয়ে প্রথমে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে ডেকে পাঠান কলকাতায়। তবে তাতে যেতে রাজি হননি। বলেছিলেন, যা বলার দলনেত্রীকেই বলবেন। এরপরই শুক্রবার জিতেন্দ্রকে সময় দেন মমতা। তবে আজ মমতা নয়, এদিন রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন জিতেন্দ্র তিওয়ারি। বৈঠক শেষে তৃণমূলেই থাকার কথা জানান তিনি।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অরূপ বিশ্বাস বলেন, ‘‘প্রত্যেক পরিবারে সমস্যা থাকে। তাই বলে কেউ মাকে ছেড়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি-র বিরুদ্ধে শেষ লড়াই লড়ব।’’