পঞ্চায়েতর ভোটের আগে মোটামুটি সব জেলার নেতা মন্ত্রীদের নিয়ে একের পর এক বৈঠক সারছে তৃণমূল সরকার। এবার পালা বীরভূমের। আজ দুপুরে শহরের ক্যামাক স্ট্রিটের অফিসে বীরভূম জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অনুব্রত মণ্ডল এখন জেলে। তাই বীরভূমের সাংসদ ও বিধায়কদের নিয়ে কোর কমিটি গড়েছে তৃণমূল। সম্ভাবতই তিনি এখন বাদ সমস্ত রাজনৈতিক আলোচনা-সভা থেকে। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বীরভূমের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা।
বিধানসভা অধিবেশন চলছে এখন। তাই কলকাতাতেই রয়েছেন সাংসদরা। বাকিরা বীরভূম থেকে আজ দুপুরে কলকাতায় পৌঁছবেন। অনুব্রতর অনুপস্থিতিতে ভোটের আগে বীরভূম জেলায় সাংগঠনিক কোনও পরিবর্তন হয় কিনা কিংবা ভোট ব্যাবস্থার কৌশল কীরকম হবে সেইসব নিয়েও আলোচনা করা হবে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রশাসনিক বীরভূ্ম আজ শহর কলকাতায়।
আরও পড়ুন