রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ করল মুম্বাই আদালত । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 10 Second

পর্নোগ্রাফি ছবি নির্মাণের দায়ে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। আর তারপর থেকেই দেশজুড়ে বিনোদনের জগতে মূল চর্চিত বিষয় হয়ে উঠেছেন শিল্পা শেঠি। স্বামীর গ্রেপ্তারের আগে শিল্পা তাঁর নিজের ইনস্টাগ্রাম আ্যকাউন্টে একটি পোস্টে লিখেছেন,” আমাদের কাছে সবসময় সেই ক্ষমতা থাকেনা যা ঘটছে তা বদল করার ,তবে আমরা চেষ্টা করতেই পারি। ইতিমধ্যেই মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সর্বভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলির উপর কড়া নজর রাখছে। যশ ঠাকুরের কোটি কোটি টাকার ব্যাংক আ্যকাউন্টও বন্ধ করে দিয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। অপরদিকে অন্য একটি রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অরবিন্দ শ্রীবাস্তব অর্থাৎ যশ ঠাকুর রাজের বিরুদ্ধে যে তথ্য মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে জমা দিয়েছিলেন সেখানে রাজ কুন্দ্রার নামের কোনো হদিশ মেলেনি। শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে করা এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছিল।

আজ কোর্টে দীর্ঘক্ষণ দুই পক্ষের সওয়াল-জবাব চলার পর এদিনের মত মুলতুবি হয়ে যায় আদালত। রাজ কুন্দ্রার আইনজীবী শার্লিন চোপড়া।মুম্বাই সেশন কোর্টের বিচারক শারলিন চোপড়াকে জানিয়ে দেন এখনই হচ্ছে না রাজ কুন্দ্রার জামিন।আগামী শনিবারই হবে পরবর্তী শুনানি।অন্যদিকে শিল্পা শেঠি দাবি করেন তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন লিখেছে বিভিন্ন সংবাদ সংস্থা গুলি। যার কারণে মিথ্যা প্রতিবেদনের অভিযোগে বেশ কিছু বিশিষ্ট সংবাদ সংস্থার বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছেন শিল্পা শেঠি।রাজ কুন্দ্রার বিরুদ্ধে ভারতীয় সংবিধানিক ২৯৩,৪২০,৩৪,২৯২,৬৭A ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় সংবিধানেরএই ধারা অনুযায়ী এই অভিযোগ সত্য প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

PLA নিয়ে নয়া ঘোষণা চিনের । এম ভারত নিউজ

PLA অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি নিয়ে নয়া ঘোষণা করল চিন । প্রত্যেক তিব্বতি পরিবার থেকে একজন করে সদস্যকে পিএলএ-তে পাঠাতেই হবে বলে ঘোষণা করা হয়েছে সে দেশের তরফে । প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কঠিন আবহাওয়া প্রবন অঞ্চলগুলিতে ভারতের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা আরও জোরালো করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে […]
abroad_455

Subscribe US Now

error: Content Protected