Read Time:1 Minute, 18 Second
আজ এতবছরের প্রচেষ্টার পর সফল হল রাম মন্দির নির্মাণ :মোদী

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন- “আজ পুরো ভারত রামময়। পুরো দেশ রোমাঞ্চিত। বহু বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। রাম মন্দিরের জন্য কয়েক প্রজন্ম এক নিষ্ঠ ভাবে চেষ্টা চালিয়েছে। আজকের দিনটাই হল সেই সংকল্প ও ত্যাগের প্রতীক। অর্পণ আর তর্পণের প্রতীক। যাঁদের ত্যাগ, বলিদান ও সংঘর্ষের জন্য এই স্বপ্নপূরণ হয়েছে আমি তাঁদের সবাইকে ১৩০ কোটি দেশবাসীর তরফে মাথানত করে প্রণাম জানাচ্ছি । রাম মন্দির রাষ্ট্রীয় ভাবনার, আমার আস্থার এবং ভারতের আধুনিকতার প্রতীক হবে। এই মন্দির আগামী প্রজন্মকে আস্থা, শ্রদ্ধা ও সংকল্পের প্রেরণা যুগিয়ে চলবে । এই এলাকার অর্থনৈতিক ছবিরও বদল ঘটবে। গোটা বিশ্ব থেকে মানুষ এখানে আসবেন ।”
