দেশজুড়ে করোনা সংক্রমণের জেরে মৃত্যুর লাশ বইছে । সাধারণ মানুষ থেকে শুরু করে চেনা মুখ অনেকেরই প্রাণ যাচ্ছে করোনাতে । এবার কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে। টানা দু’সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর মাত্র ৩৪ বছর বয়সি আশিষ আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ‘মেদান্ত’ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । জন্মদিনের দু’মাস আগেই ইহলোক থেকে পরলোকে গমন করলেন তিনি । নয়াদিল্লিতে একটি সংবাদ পত্রের অফিসে চাকরি করতেন আশিষ । প্রথমে করোনা রিপোর্ট পজিটিভ ধর পড়ার পর ‘হোলি ফ্যামিলি’ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশিস ইয়েচুরিকে, পরে তাঁকে গুরুগ্রামের ‘মেদান্ত’ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় আশিসের। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নিজেই টুইট করে ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি লিখেছেন,‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বড় ছেলে কোভিড আক্রান্ত হয়েছিল, আজ সকালে তাঁকে হারালাম।” নিজের ট্যুইটের মাধ্যমে ডাক্তার থেকে নার্স এমনকি প্রথম সারির স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী-সহ যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সীতারাম । এই মুহূর্তে কোয়ারান্টাইনে রয়েছেন ইয়েচুরি পরিবারের সকলেই । এতদিনের চিকিৎসা চলার পর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ভোরেই থেমে গেল তাঁর লড়াই ।
করোনায় প্রয়াত সীতারাম ইয়েচুরির বড় ছেলে । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 12 Second