এবার থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এম ভারত নিউজ

admin

আরও নিরাপত্তা বাড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

0 0
Read Time:2 Minute, 15 Second

আরও নিরাপত্তা বাড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আগে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন, এখন থেকে জেড ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হবে তাঁকে। ব্যক্তিগত কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সৌরভের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। হঠাৎ রাজ্য সরকার কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল। কোনও হুমকি বা হামলার আশঙ্কার আছে কিনা, তা যদিও স্পষ্ট করেনি পুলিশ।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ। ভারতের অন্যতম সফল অধিনায়কদের মধ্যে তাঁর নাম আসে। এখনও ক্রিকেটের সঙ্গে যুক্ত তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে তাঁর মেয়াদ শেষ হয়। তার পর সচিব জয় শাহকে রাখা হলেও সৌরভকে আর দায়িত্বে রাখা হয়নি। সেই নিয়ে সোচ্চার হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের কিছু দফতরের। সূত্রের খবর, সেই দফতরগুলির সঙ্গে সৌরভের বিষয়টি আলোচনা করা হয়। এরপরই সৌরভের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন অধিনায়কের বেহালার বাড়িতে ঠাকুরপুকুর থানার স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা গিয়ে পর্যবেক্ষণ করে এসেছেন। সৌরভের বাড়িতে এখন থেকে দুজন করে বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হবে। সব সময় তাঁর সঙ্গে থাকবে এসকর্ট কার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চন্দননগরের কন্যার মুকুটে নতুন পালক! মাউন্ট মাকালু জয় পিয়ালির। এম ভারত নিউজ

মাকালু শৃঙ্গ জয় করে আরও এক নজির গড়লেন বাংলার মেয়ে পিয়ালি বসাক।

Subscribe US Now

error: Content Protected