ফের ব্যাংক কর্মীদের ধর্মঘট রাজ্যে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 6 Second

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : রাজ্যজুড়ে পিএনবি নিয়ম অনুযায়ী বেতন প্রদানের দাবিতে ধর্মঘটে সামিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাঙ্কমিত্রকর্মীরা। লকডাউনের মাঝেই করোনার স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক লাগিয়ে সামাজিক দূরত্ব বজায় করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্যাঙ্কমিত্রদের শুরু হল ধর্মঘট। শুধু পুরুলিয়া নয় সারা রাজ্য জুড়েই এই ধর্মঘট চলছে বলে সূত্রের খবর। মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুন্ডি থানার বাঘমুন্ডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে চলল ব্যাঙ্কমিত্রদের ধর্মঘট।

জানা যায়, বাঘমুন্ডি শাখা ও মাঠা শাখার ব্যাঙ্কমিত্রকর্মীরা এই ব্যাঙ্কের সামনে সকাল দশটা থেকে প্রায় দেড় ঘন্টা ধর্মঘট পালন করেন।আজকের ধর্মঘটের তাঁদের প্রধান দাবি গুলি হল,
পাঞ্জাব ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী-

১) সমস্ত ব্যাঙ্কমিত্রদের ফিক্সড বেতন দিতে হবে।

২) সমস্ত ব্যাঙ্কমিত্রদের কমিশন দিতে হবে।

৩) প্রতিমাসে ব্যাঙ্কমিত্রদের প্রাপ্য পাওনা মিটিয়ে দিতে হবে ।

৪) করোনা সুরক্ষা সামগ্রী অথবা কেনার জন্য টাকা দিতে হবে এবং
করোনা পিরিয়ডে ব্যাঙ্কমিত্রদের অতিরিক্ত কিছু টাকা দিতে হবে,

৫) বর্তমানে সার্ভিস প্রোভাইডার বদল করতে হবে ।

আজ মূলত এই ৫টি দাবি নিয়ে তাঁরা ধর্মঘটের ডাক তোলেন। পাশাপাশি জানানো হয় এই ধর্মঘট ২১শে মে পর্যন্ত জারি রাখবেন তাঁরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

যাত্রী নেই, বাতিল বহু স্পেশাল ট্রেন । এম ভারত নিউজ

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে যাত্রীর অভাবে বাতিল হল বেশ কিছু স্পেশাল ট্রেন । আগামী ১৯শে মে থেকে বাতিল হতে চলেছে ট্রেনগুলি। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে নাজেহাল দেশে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে আংশিক লকডাউন,পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যানবাহন চলাচলে । বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের তরফ থেকে প্রায় […]

You May Like

Subscribe US Now

error: Content Protected