0
0
Read Time:51 Second
আজ পুরুলিয়ায় জোড়া সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুরুলিয়ার ঝালদায় আজ বেলা ১টা থেকে সভা শুরু হওয়ার কথা রয়েছে । ঝালদার সভা থেকে বলরামপুর যাবেন নেত্রী । সেখানে সভা শুরু হচ্ছে বিকেল ৩টেয় । উল্লেখ্য আজই বঙ্গের দুই জেলা ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় সভা করতে চলেছেন অমিত শাহ । একই দিনে বিজেপির আর তৃণমূলের জোড়া সভা । দুই সভাতেই থাকবেন দুই দলের দুই মাথা । বোঝাই যাচ্ছে ২০২১-এর বঙ্গ বিধানসভা নির্বাচনে কোমর বেঁধেই নেমেছে ত্রিনমুল-বিজেপি দুই দল ।