নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর:
মাটির কাছের খেলা হওয়া সত্ত্বেও কাবাডি খেলায় সরকারের কোন সচেষ্ট ভূমিকা নেই । যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে কমছে কবাডির প্রতি আগ্রহ, এমনটাই দাবি জানালেন রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় কবাডি জগতের নক্ষত্রের প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্ঠান ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় হলদিয়ার রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে এক স্মরণ সভার অনুষ্ঠিত করা হয়েছিল। এই অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তিনি। জানা গিয়েছে ওয়েস্টবেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সমগ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য ,কবাডি জগতের নক্ষত্র বিশ্বনাথ ঘোষ, গৌরী ঘোষ, আমিনুল খান,- এই তিন নক্ষত্রের অকাল প্রয়ান হয়েছে। আর তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনেই এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ওয়েস্টবেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন-ও ডিঘাসিপুর আবাহনী চক্র।স্মরণসভায় দুটি পরিবারের হাতে যথাক্রমে ৫৫০০০,১১১১১১ টাকার চেক তুলে দেওয়া হয়।এইদিন স্মরণ সভায় উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল, এছাড়াও রাজ্য ও জেলা স্তরের কবাডি অ্যাসোসিয়েশনের আধিকারিক বৃন্দরা।