Read Time:1 Minute, 30 Second
দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসকে মাথায় রেখে জন্মদিনের আগের দিন অর্থাৎ শুক্রবার সাইকেল র্যালি করল শহর হাওড়া নেতাজি জন্মজয়ন্তী উৎসব পালন কমিটি। এদিন রামরাজাতলা শঙ্করমঠ এলাকা থেকে বেলগাছিয়া আজাদ হিন্দ বিদ্যালয়ের নেতাজী মূর্তির পাদদেশ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার র্যালি করা হয়।

মিছিলে প্রায় ২০ হাজার সাধারণ মানুষ সাইকেল নিয়ে অংশগ্রহণ করে বলে দাবি উদ্যোগক্তাদের। এদিনের কর্মসূচির শুভ উদ্বোধনের পাশাপাশি মিছিলের নেতৃত্ব দেন হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাষ হাজরা সহ অন্যান্যরা।

ভারতের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু আজ থেকে ১২৫ বছর আগে এদেশের পূন্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। ভারতমাতাকে ইংরেজ সরকারের অত্যাচারের হাত থেকে শৃঙ্খল মুক্ত করার ডাক দিয়েছিলেন। তাই ভারতের গর্বকে হাওড়াবাসীর রক্তে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।