0
0
Read Time:1 Minute, 34 Second
রেকর্ড ভিড় গঙ্গাসাগরে, ১ কোটি ছাড়িয়েছে তীর্থযাত্রীর সংখ্যা! চলতি বছর গঙ্গাসাগর মেলা ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিল। আগত তীর্থযাত্রীর সংখ্যা ছাড়াল ১ কোটি। সোমবার দুপুর ৩টে পর্যন্ত গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। গঙ্গাসাগর মেলায় কপিলমুনি মন্দিরের পুজো সরাসরি সম্প্রচার করার জন্য বসানো হয়েছে ১৯টি জায়ান্ট স্ক্রিন। রাখা হয়েছে ৮টি এলইডি ভ্যান।
জানা গেছে, ১২,৮৭৩ জন তীর্থযাত্রী আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ১২,৮১৭ জনকে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ৭ জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার লিফ্টের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে।