
ইতিমধ্যেই বঙ্গে দু দফার ভোট সম্পন্ন হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তৃতীয় দফার ভোট| দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি, হাওড়ার ৭ টি এবং হুগলির ৮ টি আসনে বিধানসভা নির্বাচন|উত্তপ্ত বাংলা, বিক্ষিপ্ত ভাবে চলছে অশান্তি| ভোটের আগে মনোনয়ন জমা দেওয়া নিয়েও হিংসা চলছে, কখনো বিজেপি কর্মীর বাড়িতে আগুন জ্বলছে আবার কখনো তৃণমূলের কর্মীর ওপর হামলা চলছে| চরম উত্তেজনা ছড়িয়েছে লাল মাটির জেলাতেও, ভোটের নির্ঘন্ট ঘোষণার অনেক আগে থেকেই লাল মাটির জেলাতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছিল|কিন্তু তা সত্ত্বেও হিংসা বহাল আছে, দুবরাজপুরে বিজেপির পতাকা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে|সাঁইথিয়ায় আবার তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে|দিনহাটায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলো, উল্টে বিজেপির তরফ থেকেও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হল|এই ঘটনার জেরে দুপক্ষের ৬জন আহত|উলুবেড়িয়ার তারকা বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর সভা চলাকালীন হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে|এমনকি বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতেও হামলা করা হয় , আহত বিজেপি কর্মীদের পাপিয়া অধিকারী হাসপাতালে নিয়ে যান| অশান্তির জের কামারহাটিতেও, মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজু বন্দোপাধ্যায়, তিনি নাকি উদ্দেশ্যপ্রনোদিত ভাবে কামারহাটিতে অশান্তি করতে চাইছেন| সুতরাং, সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি|