Read Time:1 Minute, 1 Second

আশা কর্মীদের ভাতা প্রদান, ন্যূনতম মাসিক ২১হাজার টাকা বেতন, পিএফ, বোনাস সহ একাধিক দাবিতে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দিলেন আশাকর্মীরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে তমলুক ব্লকের জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পরে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন তাঁরা। অভিযোগ, রুটিন ছাড়াও বাড়তি কাজ করানো হচ্ছে তাঁদের। দাবি মানা না হলে আগামীতে স্বাস্থ্য ভবন ও দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী।
