বড় ধাক্কা কোর্টে, সোমবার সন্দেশখালি যেতে পারবেন না শুভেন্দু। এম ভারত নিউজ

admin

এরইমধ্যে এ’দিনও ফের দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়

0 0
Read Time:3 Minute, 10 Second

সন্দেশখালিতে শুক্রবার সকাল থেকে আবার উত্তেজনা ছড়িয়েছে। তার আগেই সন্দেশখালির কয়েকটি জায়গায় নতুন করে ১৪৪ ধারার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে প্রশাসনের তরফে। শুধু তাই নয় আজ নতুন করে ফের অশান্তি ছড়িয়েছে সেখানে। গতকাল বেড়মজুর ঝুপখালি এলাকায় দিনভর দফায় দফায় অশান্তির পর রাতভর এলাকায় মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী। এরইমধ্যে এ’দিনও ফের দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়। এ হেন অবস্থায় আগামী সোমবার ২৬ ফেব্রুয়ারি সন্দেশখালি যেতে চান শুভেন্দু। শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি চলে।

এ’দিন এই মামলার শুনানিপর্বে বিচারপতি জানান , ‘সোমবার কেন? অন্যদিন যান। অনেক রাজনৈতিক ব্যক্তিই যাচ্ছেন। আগামী সোমবারই আপনাকে যেতে হবে এই বক্তব্যের কোনও গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে তো আর মঞ্চ বাধা নেই যে আপনাকে গিয়ে বর্ক্তৃতা দিতে হবে। সোমবারই আপনার যাওয়াটা এত জরুরি নয়। অন্য যে কোনও দিন যেতে পারেন।’

এ’দিন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ”২৬ তারিখ জেলিয়াখালি, হালদারপাড়া-সহ আরও একাধিক জায়গায় যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর”। গত বৃহস্পতিবার আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত যা বহাল থাকবে। শুভেন্দুর আইনজীবী বলেন, “আমাদের তথ্য অনুযায়ী সেটা বাড়াবে প্রশাসন। সোমবার আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হোক। পুলিশি নিরাপত্তা দেওয়া হোক।”

পুনরায় শুভেন্দু সন্দেশখালি যেতে চাইলেও সিঙ্গেল বেঞ্চ এ নিয়ে এ’দিনই কোনও সিদ্ধান্ত জানায়নি। উল্টে কেন সোমবারই তাঁকে যেতে হবে, তা নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি। বিচারপতি বলেন, “পোস্টারও ছাপানো হয়নি, মঞ্চও বাঁধা হয়নি। কিংবা দলীয় কর্মীদেরও বলা হয়নি, ব্রিগেড চলো বলে ঘোষণাও করা হয়নি”। অতএব সোমবার বাদ দিয়ে শুভেন্দুকে অন্য দিন সন্দেশখালি যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গুজরাতে 'সুদর্শন সেতু'র উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এম ভারত নিউজ

ভগবৎ গীতার শ্লোকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সেতু

Subscribe US Now

error: Content Protected