মঙ্গলবার রাশিয়ার উদ্ধার কর্মকর্তারা বলেছিলেন যে ২৮ জন যাত্রী নিয়ে যে বিমানটি দুর্ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা যায় নি।এজেন্সি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এএফপি জরুরি অবস্থা সম্পর্কিত রাশিয়ার মন্ত্রণালয়ের নামহীন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অন্ধকারের সূত্রপাতের কারণে উদ্ধারকারীদের অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়েছিল। অনুসন্ধান দলগুলি বিধ্বস্ত বিমানটির কিছু অংশ পুনরুদ্ধার করেছে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের কিছু অংশ উপকূল এবং ওখোতস্ক সমুদ্রে পাওয়া গেছে।

সরকারী ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে সলোডভের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, “অবতরণের পথেই বিমানে এই বিপর্যয় দেখা দিয়েছিল” এএফপি ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি আরও বলেছিলেন যে যাত্রীদের বা তাদের লাগেজের কোনও চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। বিমান দুর্ঘটনাটির স্থান এয়ার স্ট্রিপ থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার অবস্থিত ছিল বলে টাএএসএস সংবাদ সংস্থা ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্টের বরাত দিয়ে জানিয়েছে।
terrific article, i like it
Thank You for your reply ! Mbharat