নাড্ডাকে গুজরাত থেকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি, শুরু জল্পনা! এম ভারত নিউজ

admin

এ’দিকে, সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী….

0 0
Read Time:4 Minute, 45 Second

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি রাজ্যসভা নির্বাচনের প্রার্থীদের সর্বশেষ তালিকায় গুজরাত থেকে চারটি এবং মহারাষ্ট্র থেকে তিনটি নাম অনুমোদন করেছে। এ’বার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হিমাচলের জায়গায় গুজরাত থেকে হচ্ছেন প্রার্থী।

উল্লেখ্য, হিমাচল থেকে নাড্ডাকে সমর্থন যোগাতে যোগ্য সংখ্যা নেই বিজেপির কাছে। সেই প্রেক্ষাপটে এবার গুজরাত থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে প্রার্থী করছে বিজেপি। এ’দিকে, সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন। আর দলে যোগ দিতে না দিতেই তিনি মহারাষ্ট্র থেকে পেলেন দলের রাজ্যসভার টিকিট।

বর্তমানে হিমাচল থেকে রাজ্যসভার সদস্য জেপি নাড্ডা। তবে কংগ্রেস শাসিত হিমাচলে থেকে ওই একটি আসন জিতে নিতে বিজেপিকে বেগ পেতে হতে পারে। সেই জায়গা থেকেই নাড্ডাকে নিয়ে এই বড় সিদ্ধান্ত বিজেপির থিঙ্কট্যাঙ্কের।

এ’দিকে, রাজ্যসভা-ভোটের দিনক্ষণ ঘোষণার একদিন পরই বিজেপিতে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন। এর আগে, মহারাষ্ট্রের কংগ্রেস শিবির থেকে বেরিয়ে যান বাবা সিদ্দিকি। হেভিওয়েট এই নেতা যোগ দেন অজিত পাওয়ারের এনসিপি ক্যাম্পে। এ’দিকে, কংগ্রেস ছাড়েন দলের তরুণ তুর্কী মিলিন্দ দেওরা। তিনি যোগ দেন শিবসেনার একনাথ শিন্ডে শিবিরে। জানা গিয়েছে, শিবসেনার একনাথ শিবির থেকে মিলিন্দকে রাজ্যসভার প্রার্থী করা হচ্ছে। এই অবস্থায় রাজ্যসভা ভোট ঘিরে পরতে পরতে বেশ কিছু আকর্ষণী রাজনৈতিক অঙ্ক উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

গুজরাতের অন্য তিনজন বিজেপি প্রার্থী হলেন গোবিন্দভাই ধোলাকিয়া, মায়াঙ্কভাই নায়ক এবং ডাঃ যশবন্তসিংহ পারমার। মেধা কুলকার্নি এবং ডাঃ অজিত গোপছাদেকে মহারাষ্ট্র থেকে দলীয় প্রার্থী হিসাবে নাম দেওয়া হয়েছে।

সংসদের উচ্চকক্ষের ভোটে বিজেপি রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, মায়া নরোলিয়া, বনসিলাল গুর্জার এবং উমেশ নাথ মহারাইকে মধ্যপ্রদেশ থেকে প্রার্থী করা হয়েছে।

ওড়িশা থেকে বিজেপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নাম ঘোষণা করা হয়েছে। এ’দিকে, রবিবার বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষিত হয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গ থেকে শমীক ভট্টাচার্যকে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, ২ এপ্রিল এই রাজ্য থেকে মনোনীত ৫ সাংসদের ৬ বছরের মেয়াদ শেষ হবে। আর সেই পদ পূরণের জন্যই ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। সেই ভোটে ইতিমধ্যেই ৪ তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, দেশের ১৫ রাজ্যে ৫৬ টি রাজ্যসভা আসন খালি রয়েছে। আর তা ঘিরেই ভোট অনুষ্ঠিত হচ্ছে ২৭ তারিখ।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

RBI-এর নিষেধাজ্ঞার পর এবার ED-র নজরে 'পেটিএম'। এম ভারত নিউজ

কেওয়াইসি না থাকার জন্য ওই অ্যাকাউন্টগুলি থেকে পাচারের......

You May Like

Subscribe US Now

error: Content Protected