করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । রবিবার নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি । এই খবর পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আরোগ্য কামনায় ট্যুইট করলেন । নাড্ডা এবং তাঁর পরিবারের সুস্থতা কামনা করে তিনি লেখেন, ‘জানতে পারলাম জেপি নাড্ডার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি এই কামনা করছি। শুভেচ্ছা রইল আমার। আমার প্রার্থনা রইল তাঁর ও পরিবারের প্রতি৷’

প্রসঙ্গত গত বুধবার এ-রাজ্যে এসেছিলেন নাড্ডা । শিরাকোলে তাঁর কনভয়ে হামলা হয় । যা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে । সে প্রসঙ্গে তৃণমূল বিজেপি সংঘাতও বড় আকার ধারন করে । হামলার জন্যে তৃনমূল সরকারকে দোষারোপ করলে মুখ্যমন্ত্রীর মুখে বিজেপির সর্বভারতীয় সভাপতির সম্পর্কে নানান কুরুচিকর মন্তব্য শোনা যায় । ইতিমধ্যেই আজ রাজ্য ডিজি এবং মুখ্যসচিবকে কেন্দ্রের তরফে তলব করা হয় । প্রশ্ন ওঠে রাজ্যের আইন-শৃঙ্খলার ওপর । সেখানে কয়েকদিনের মধ্যেই বাংলা থেকে ফেরার পর পরই নাড্ডা করোনা আক্রান্ত হন এবং সেখানে মুখ্যমন্ত্রী তাঁর সুস্থতার কামনায় ট্যুইটও করেন । তবে কি নাড্ডা-মমতা সংঘাত মিটছে নাকি আসন্ন ভোটের কথা ,মাথায় রেখেই এই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর সেটাই প্রশ্ন ।