পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর: দিলীপ, দিলীপকে পাল্টা সৌগতের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

দ্বিতীয় কাশ্মীর তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ। বীরভূমের সিউরিতে চা চক্রে অংশ নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা বিস্ফোরণ হচ্ছে, জঙ্গিরা আশ্রয় নিচ্ছে রাজ্যে। ” তাঁর কথায় “তৃণমূল পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি বোমা পাওয়া যাচ্ছে। পার্টির নেতার বাথরুমের মধ্যে বস্তায় বোমা পাওয়া যায় এখানে। একটাই কারখানা চলে, বোমার কারখানা।”

অন্যদিকে রাজ্য সভাপতির এহেন মন্তব্যের পাল্টা বলেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘‌বাংলাকে পছন্দ না হলে কাশ্মীরে চলে যেতে পারেন দিলীপ।’‌ দিলীপের আরও দাবি, ‘‌কাশ্মীরেও এত জঙ্গি ধরা পড়ে না। পশ্চিমবঙ্গে এসে সব আশ্রয় নিচ্ছে।’

এদিন দিলীপ ঘোষকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তুলনা করে সৌগত রায় বলেন, “দিলীপ ঘোষের কথার সঙ্গে কঙ্গনার কথার হুবহু মিল। কয়েকদিন আগে মুম্বইতে কঙ্গনা বলেছিলেন, মুম্বই নাকি পাক অকিউপায়েড কাশ্মীরের মতো হয়ে গিয়েছে। একথা বলার পরই কঙ্গনাকে মুম্বই ছেড়ে চলে যেতে বলেছিলেন সবাই। আমিও দিলীপ ঘোষকে বলতে চাই, আপনি বাংলা ছেড়ে যেখানে ইচ্ছে চলে যান।” বিজেপি গল্প ফাঁদার চেষ্টা করছে বলেও তোপ দাগেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।

মোটের ওপর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক বিরোধী কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে চাইছে না। ভোটের আগে কার্যত বাগযুদ্ধে নেমে পড়ছে সবপক্ষ। রীতি মত মাটি কামড়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া প্রত্যেকেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রূপবদল হবে নতুন ভোটার কার্ডের, কি করে আবেদন করতে হবে, জেনে নিন । এম ভারত নিউজ

সাধারণ মানুষের জীবনে ভোটার কার্ড আজ এতোটাই গুরুত্বপূর্ণ হয়ে পরেছে যে যে কোনো ফর্ম ফিলাপের ক্ষেত্রে আন্যান্য বেশ কিছু প্রমাণের পাশাপাশি এটিও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাড়িয়েছে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে তো অবশ্যই, অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই ভোটার কার্ড অপরিহার্য যে কারণে অনেক সময়ে এই কার্ডে ভুল থাকলে গ্রাহকদের তা […]

Subscribe US Now

error: Content Protected