১০১ জ্বর নিয়েই হাওড়ার সভায় মমতা, উদ্বোধন একাধিক প্রকল্পের। এম ভারত নিউজ

admin

মুখ্যমন্ত্রী জানান, হাওড়া জেলাতে আগামী দিনে বিভিন্ন শিল্পখাতে আরও…..

0 0
Read Time:3 Minute, 18 Second

বুধবার হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনাস থেকে একঝাঁক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ’দিন বিকেল ৩টে নাগাদ হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনাসে ওই সভার আয়োজন করা হয়।

রাজ্য পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্প সহ হাওড়া জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, হাওড়া জেলাতে আগামী দিনে বিভিন্ন শিল্পখাতে আরও বিনিয়োগ এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এদিন প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

একনজরে দেখে নেওয়া যাক এদিন কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী:-

১) মোট ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। শিল্পে প্রচুর বিনিয়োগ এবং কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী।

২) এদিনের অনুষ্ঠান থেকে হাওড়া জেলার দেড় লক্ষ মানুষ সরাসারি বিভিন্ন সরকারি পরিষেবা পেলেন।

৩) তফসিলি জাতি ও উপজাতির পাশাপাশি এবার জেনারেল কাস্টের ছেলেমেয়েদের ‘যোগ্যশ্রী’ প্রকল্পে আইএস, আইপিএস, ডব্লুবিসিএস সহ বিভিন্ন সরকারি পরীক্ষার বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা। এর জন্য ৫০টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হচ্ছে।

৪) লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও ৯০ লক্ষ নতুন উপভোক্তাকে সংযুক্ত করা হল। এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা হল প্রায় ৩ কোটি।

৫) আমতায় সাড়ে ৩৭ কোটি টাকা ব্যয়ে ২৪০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হল।

৬) হাওড়ায় তিনটি নতুন দমকল কেন্দ্রের সূচনা হল।

৭) কন্যাশ্রী প্রকল্পে আরও ১০ লক্ষ ছাত্রীর নাম সংযুক্ত হল।

৮) অভ্যন্তরীণ জল পরিবহনে ৩০টি প্রকল্পের উদ্বোধন হল সাড়ে ৯৬ কোটি টাকা ব্যয়ে।

৯) ২৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ১৫টি বাসস্ট্যান্ড ও টার্মিনাস চালু হল।

১০) ২৩ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৫৬টি নতুন সরকারি বাস চালু হল।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

খাদ্যে বিষক্রিয়া, মহারাষ্ট্রে অসুস্থ ২ হাজার! এম ভারত নিউজ

কিন্তু পরবর্তীতে একইভাবে আরও ৮৭০ জন অসুস্থ হয়ে পড়েন

Subscribe US Now

error: Content Protected