
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : বাংলা সম্পর্কে কিছু জানেন নান অমিত শাহ। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙতে পারে, সে যা ইচ্ছে বলতে পারেন। বৃহস্পতিবার বাঁকুড়ার একটি দলীয় সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে এমনই মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির পরিবর্তন যাত্রা
কর্মসূচির অন্তর্গত রথযাত্রা প্রসঙ্গে কল্যাণবাবু বলেন, ওরা যত ইচ্ছে রথযাত্রা করুক না। সংখ্যা বাড়ালে বাড়াক না। আগে ওদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী ওরা কোথাও পৌঁছতে পারছে না। তাই রথের সংখ্যা বাড়াতে হচ্ছে।
এদিন নাগরিকত্ব আইন সম্পর্কে তিনি বলেন, এ রাজ্যে যে জন্মেছে, বেড়ে উঠেছে, পড়াশোনা করেছে তারা সকলেই নাগরিক। নির্বাচন কমিশন বলেছে যার ভোটার কার্ড আছে সেই ভোট দিতে পারবে। সুতরাং ওসবকে পাত্তা দিচ্ছি না। মূলত, ভোটের আগে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি রাজ্যের মানুষ পাচ্ছেন কিনা এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতেই জেলায় জেলায় জনসংযোগ সারছেন বলেই এদিন স্পষ্ট জানিয়ে দেন সাংসদ।