২০২১ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে দল বদল, রঙ বদল, পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি কম হয়নি বাংলায়। এরই মধ্যে বিজেপি নেতা স্বরাজ ঘোষ আজ যোগ দিলেন তৃণমূলে। স্বরাজ ঘোষ ছিলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক। তাঁকে আগে ‘তৃনমূল কংগ্রেস সিন্ডিকেটের দল’ বলতে শোনা গেলেও আজ তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়েছেন তিনি। স্বরাজ জানান ” আগে বিজেপি করার সময় তৃণমূলকে অনেক গালাগালি করেছি, কিন্তু পরে দেখলাম তৃনমূলের পচে যাওয়া সদস্যরা গিয়ে দলে দলে যোগ দিচ্ছে বিজেপিতে, তারা আবার প্রার্থী হওয়ার টিকিটও পাচ্ছে”। তিনি আরো জানান “আমি বিজেপি করার সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নরেন্দ্রমোদীর আদর্শকে, কথাকে মেনে চলতে চাইতাম, কিন্তু পরে দেখলাম বাংলাকেই বেচে দিতে চাইছে বিজেপি, পশ্চিমবঙ্গের নেত্রী হওয়ার উপযুক্ত একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যতরকম ভাবে সম্ভব বিজেপিকে জব্দ করে তৃনমূলকে সরকার প্রতিষ্ঠা করতে সাহায্য করব, যখন বিজেপিতে ছিলাম তখন সক্রিয় ভাবে কাজ করেছি, এখন তৃনমূলে এসেছি,এখনো সক্রিয় ভাবেই কাজ করব। দিল্লির বহিরাগতদের কিছুতেই ঢুকতে দেবনা বাংলায়”।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শুধু স্বরাজ ঘোষই নয়, তৃণমূলে যোগদান করেন একাধিক টেলি তারকাও। টেলিভিশন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ তৃণমূলে যোগ দিয়ে জানান উন্নয়নের জন্যই তিনি সবসময় তৃনমূলের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। নারী নিরাপত্তার প্রসঙ্গ তুলে বাংলা বিগবস খ্যাত প্রিয়া পাল জানান,”রাতে শুটিং করে ফিরতে ভয় করেনা একটুও,এটা শুধুমাত্র এই রাজ্যের সরকারের জন্যই”। এছাড়াও এদিন তৃনমূলে যোগদান করেন অভিনেত্রী পায়েল দেবও।