মেদিনীপুরে অমিত শাহ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

রাজ্যে প্রথমদফার ভোট ২৭ শে মার্চ। মাঝে আর মাত্র ৩ টে দিন। চূড়ান্ত ব্যস্ততা তাই সমস্ত রাজনৈতিক দলগুলির অন্দরমহলে। এরই মাঝে আজ স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব অমিত শাহ বিজেপির প্রার্থী সমিত দাসের প্রচারে এসে রোড শো করেছেন মেদিনীপুর শহরে। প্রথমে শহরের কেরানীতলা থেকে গোলকুয়াচক এই প্রায় দেড় কিলোমিটার রাস্তা শোভাযাত্রা করার কথা থাকলেও পরে পথের দৈর্ঘ্য খানিক কমিয়ে বটতলাচক অবধি শোভাযাত্রা করেন অমিত। শোভা যাত্রার জাঁকজমকও কম ছিলনা কিছু, বাউল গান, কীর্তণের সাথে সাথেই আলপনা দেওয়া হয়েছিল প্রায় গোটা রাস্তা জুড়ে। এরই সঙ্গে রাস্তার ৬-৭টি জায়গায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। এই শোভাযাত্রায় সমর্থকদের ঢল নামলেও মহিলাদের আধিক্য ছিল চোখে পড়ার মতন। এমনকি অমিত শাহকে দেখার জন্য বাড়ির ব্যালকনি এবং ছাদে জমা হওয়া ভীড়ও ছিল দেখার মতন।
এদিনই ঘাটালে আরেকটি রোডশো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর পাখির চোখ বিজেপি এবং তৃণমূল উভয় দলের কাছেই। এই কারণেই একাধিকবার মেদিনীপুরে এসেছেন অমিত শাহ,মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ অনেকবারই সভা করে গেছেন মেদিনীপুরে। তাই এই বিধানসভা নির্বাচনে কী হবে মেদিনীপুরের ভাগ্য, তা নিয়ে বেশ কিছু প্রশ্ন এবং ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার, কী বললেন তিনি ? । এম ভারত নিউজ

২০২১ এর বিধানসভা ভোটে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই আজ মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি জনসভা ছিল পুরুলিয়ায়।প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করেন তৃণমূলনেত্রী। স্বভাবতই প্রতিটি সভা থেকেই বিজেপিকে তুলোধনা করেন মমতা। মঙ্গলবার পুরুলিয়ার কাশীপুরের সভা থেমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘ BJP পুজো হবেনা এ […]

Subscribe US Now

error: Content Protected