নতুন প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

অনুমতি না নিয়েই প্রার্থী তালিকায় নাম! ফলস্বরূপ নতুন করে প্রার্থী তালিকা প্রকাশ । হ্যাঁ ,ঠিক ভোটের আগেই ফের বিজেপির প্রার্থী তালিকায় বদল । চৌরঙ্গী এবং কাশীপুর-বেলগাছিয়ায় প্রার্থী বদল করা হয়েছে। চৌরঙ্গীতে শিখা মিত্র এবং কাশীপুর- বেলগাছিয়া তৃণমূল নেতার নাম রাখা হয়েছিল। যা দেখে রীতিমতো চমকে ওঠেন ওই দুই প্রার্থী এবং যথেষ্ট বিতর্ক তৈরি হয়। এবার চৌরঙ্গী থেকে প্রার্থী তালিকায় নাম রয়েছে দেবব্রত মাঝির এবং কাশীপুর-বেলগাছিয়া থেকে শিবাজি সিনহা রায়ের। শুধু তাই নয় পাশাপাশি নতুন তালিকাতে বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে সুব্রত মৈত্রকে।

ভোটের দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গেই রণক্ষেত্রে নেমে পড়েছে বিজেপি। ফের প্রার্থী তালিকা প্রকাশ করতে হলো তাঁদের। শিখা মিত্রের অনুমতি না নিয়েই তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেক্ষেত্রে দলীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বিজেপির শীর্ষ নেতারা। ওদিকে দাবিমতো আসন না পেয়ে ক্ষুব্ধ মতুয়ারা। ইতিমধ্যেই বিজেপির প্রার্থী তালিকায় নতুন নামের সংযোজন হলো ,দার্জিলিং এবং কালিম্পং-এর তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেখানে দার্জিলিং-এর প্রার্থী হিসেবে বর্তমানে বিধায়ক থাকা নীরজ তামাং জিম্বোকে। ওদিকে কালিম্পং এবং কার্শিয়াং থেকে প্রার্থী করা হয়েছে যথাক্রমে সুব্বা প্রধান এবং বিষ্ণুপ্রসাদ শর্মাকে । ভোটের রণক্ষেত্র দোরগোড়ায় দাঁড়িয়ে প্রার্থী তালিকার বদল কি নতুন আশার আলো দেখাতে সক্ষম হবে বিজেপি সরকারকে , প্রশ্ন থাকছে বিশেষজ্ঞমহলের ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের তৃনমূল-বিজেপি সংঘর্ষ বীরভূমে । এম ভারত নিউজ:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম : বঙ্গ নির্বাচন ২০২১ এর আগে ফের বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের পাড়ুই অঞ্চলের মনোহরপুর এলাকায়। ইতিমধ্যেই পাড়ুই থানার সাত্তোর অঞ্চলের মনোহরপুর গ্রামে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো,আর অভিযোগের তীর শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, সামনে বঙ্গ নির্বাচন , তার […]

Subscribe US Now

error: Content Protected