তৃতীয় দফা ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল, দেখে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 8 Second

ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচন,রাত পোহালেই শুরু হতে চলেছে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন ভোটদান কেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল যে সমস্ত এলাকায় ভোটদান হতে চলেছে সে সমস্ত এলাকাগুলো ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। তৃতীয় দফার নির্বাচনে রাজ্যের তিনটি জেলার মোট ৩১ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন । কেন্দ্র গুলি হল হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা ৷ দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দীঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। হাওড়ার উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর কেন্দ্র। হুগলির জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল। আগামীকাল বারুইপুর মোতায়েন থাকছে ১৩০ কোম্পানি বাহিনী।

ডায়মন্ড হারবারে মোতায়েন থাকছে ১১৩ কোম্পানি বাহিনী। মোতায়েন থাকছে ৬৪ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে সুন্দরবনে। হুগলিতে মোতায়েন থাকছে ১৬৭ কোম্পানি বাহিনী।হাওড়ায় মোতায়েন থাকছে ১৪৪ কোম্পানি বাহিনী। বুথের মধ্যে ভোটার কার্ড পরীক্ষা করতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। বুথে ভোটার কার্ড পরীক্ষা করতে পারবে শুধু ফার্স্ট পোলিং অফিসার ৷ বুথে ভোটার কার্ড পরীক্ষা নিয়ে ফের এমনটাই জানাল কমিশন। রাজ্যের প্রথম দুই দফা নির্বাচনে ঘটেছে একাধিক হিংসার ঘটনা। প্রাণনাশ থেকে প্রার্থাী আক্রান্ত, ভোট লুঠ থেকে প্রভাবিত করে উঠেছে সবরকমের অভিযোগ।প্রথম ও দ্বিতীয় দফায় কিছু ভোটে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভোটার কার্ড দেখতে চেয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশ জারি করে জানিয়েছে, ফার্স্ট পোলিং অফিসার ছাড়া কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিস ভোটার কার্ড দেখতে পারবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্টেট ব্যাংকের গৃহঋণ-এর ক্ষেত্রে কমল সুদের হার । এম ভারত নিউজ

এবার বাড়তে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক বা এসবিআই-এর গৃহঋণের সুদের হার। অর্থাৎ এতদিন পর্যন্ত সাধারণ গ্রাহকরা, যারা এসবিআই থেকে ঋণ নিয়ে বাড়ি কিনেছিলেন বা এর পরে কিনবেন, তাদের ঘাড়ে পড়তে চলেছে বাড়তি ইএমআই এর বোঝা। হোম লোন এর ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করেছে এসবিআই। যার ফলে নয়া […]

Subscribe US Now

error: Content Protected