
দক্ষিণ কাঁথি তে তিনটি বুথে ছাপ্পা ভোটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সৌমেন্দু অধিকারী। সেখান থেকে ফেরার পথে হামলা করা হয় তাঁর গাড়ির উপর। গুরুতর জখম হয়েছেন তাঁর ড্রাইভার। গাড়ির সামনের কাজটি দুমড়ে-মুচড়ে দেওয়া হয়েছে,পাশাপাশি গাড়ি দু পাশে ও ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটাই । শুধু তাই নয় পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ঘটনা ঘটানোর। সাতসকালেই তিনি অভিযোগ করেছেন সাধারন মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, ‘১৪৯ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে৷ তাঁদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না৷ তবে সামগ্রিকভাবে ভোট শান্তিপূর্ণই হচ্ছে৷ কয়েকটি জায়গায় ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোটপ্রক্রিয়া ব্য়াহত হয়েছে৷ সেটা অবশ্য সব নির্বাচনেই হয়৷ নির্বাচন কমিশন বিষয়টি দেখছে৷’ সাবাজপুর বুথে রিগিং করছিল তৃণমূল এমন খবর সামনে আসতেই সেখানে যান তিনি । সেখানে যেতেই গাড়িতে হামলা চালানো হয়।এই ঘটনা সম্পর্কে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
