ফের তাজা বোমা উদ্ধার মেদিনীপুরে । এম ভারত নিউজ

user
1 0
Read Time:1 Minute, 47 Second

নিজস্ব প্রতিনিধি, ময়না:

মিনি ঢালাই বল খেলার প্রতিযোগিতা চলছিল পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের বাকচা অঞ্চলের চান্দিবেনিয়া গ্রামে। খেলার ফাঁকে বিশ্রামের জন্য কিছু দর্শক চান্দিবেনিয়া ১ নং প্রাথমিক স্কুলের মাঠে এসে ড্রাম ভর্তি বোমা দেখতে পান। তারা তড়িঘড়ি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। বোমা উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।

এদিকে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপান উতোর। বিজেপির অভিযোগ তৃণমূলের ২৪৮ নম্বর বুথের কাছেই এই প্রাথমিক স্কুল। তৃণমূলের দুষ্কৃতীরা এখানে অসামাজিক কাজকর্ম চালাত তারাই এখানে ইচ্ছাকৃত বোম রেখে গেছে। তারা বিজেপি ও সাধারণ মানুষকে ভয় দেখাতে চায়। এলাকার বিজেপি সভাপতি আশীষ মন্ডল বলেন, ঘটনায় এন আই এ তদন্তের দাবি জানাচ্ছি। পাশাপাশি এলাকার অপর এক বিজেপি নেতা বলেন, আমাদের এলাকা খুব শান্ত। একে অশান্তির পর্যায়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হচ্ছে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহামারী পরিস্থিতি সামাল দিতে বাস মালিকদের সরকারই ভরসা। এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: সমস্যার জট খুলতে পারেন একমাত্র রাজ্যের পরিবহন মন্ত্রী। এমনটাই দাবি মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মীদের। শনিবার নন্দকুমারে অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রি বার্ষিক সম্বেলনে এমন প্রস্তাব আনেন সেখানে উপস্থিত সদস্যরা। উল্লেখ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। পাবলিক ট্রান্সপোর্ট বলতে বাসই ভরসা। এদিকে সরকারি বিধি মেনে রাজ্যে […]
news_1503

Subscribe US Now

error: Content Protected