পার্ক হোটেল কাণ্ডে নয়া মোড় ! তলব ফ্লোর ম্যানেজারকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

পার্ক হোটেল কান্ড এবার নয়া মোড়। ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফে তলব করা হল পার্ক হোটেলের ফ্লোর ম্যানেজারকে । প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই রাজ্যের এই ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে মধ্যরাত অবধি পার্টি করার অভিযোগ ওঠে পার্ক হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার তা নিয়েই সমস্ত তথ্য সামনে আনতে উঠে পড়ে লেগেছে গোয়েন্দা বিভাগ। জানা যাচ্ছে ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফে ডেকে পাঠানো হয়েছে পার্ক হোটেলের ফ্লোর ম্যানেজার সহ ডিজে এবং খাদ্য পরিষেবা সংক্রান্ত হোটেলের কর্মীদের।

প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার করোনার কঠিন পরিস্থিতির মাঝেই একটি উইকেন্ড পার্টি করে হোটেলে উপস্থিত বেশ কয়েকজন। গোপন সূত্রে সেই খবর পেয়ে তিনজন আইপিএস অফিসারের নেতৃত্বে ৫০ জনের একটি বাহিনী গিয়ে পৌঁছয় পার্ক হোটেলে। সেখানে দ্রুত তল্লাশি অভিযান চালিয়ে মোট ৩৭ জনকে গ্রেফতার করেন তাঁরা। এছাড়াও সেখান থেকে মারসেডিজ-বেঞ্জ সহ বেশ কয়েকটি দামি গাড়ি বাজেয়াপ্ত করেন তাঁরা। জানা যায় পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন এবং সরকারি আধিকারিকের কাজে অসহযোগিতা এবং বাধা দেওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় পুলিশের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই গত সোমবার জরুরি তলব করে ডেকে পাঠানো হয়েছিল পাক হোটেলের কর্তৃপক্ষকে। সোমবার হোটেলে যান লালবাজারে গুন্ডা দমন শাখার কর্তারা। তাঁদের হাতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এছাড়াও আগামীকাল হোটেলের ম্যানেজমেন্টকে লালবাজারে তলব করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সব গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটিতে স্মৃতির উপস্থিতি । এম ভারত নিউজ

মন্ত্রিসভায় রদবদলের পর গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটিগুলোকে পুনরায় সুসজ্জিত করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে মন্ত্রিসভায় রদবদলের পর পদ হারিয়েছেন বিভিন্ন বিখ্যাত নেতারা। পাশাপাশি দেখতে পাওয়া গেছে নতুন মুখের সমাগম। আর এবার ওই একই প্রতিমুর্তী প্রতিফলিত হল ক্যাবিনেট কমিটিগুলির রদবদলের ক্ষেত্রে। জানা যাচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটিতে স্থান পেয়েছেন স্মৃতি […]
politics_126

Subscribe US Now

error: Content Protected