কাছের মানুষ, বন্ধু এমনকি পরিবারের ছোট থেকে বড় সবার জন্মদিন সেলিব্রেট করি আমরা। যাকে ঘিরে হই হুল্লোড় করে মেতে উঠি। তবে কেউ কি কখনও পৃথিবীর জন্মদিন উদযাপনের কথা ভেবেছি? সবাই না ভাবলেও এঁরা ভেবেছেন। আর তাই ঘটা করে ১০০ কেজি ওজনের একটি কেক কেটে পৃথিবীর জন্মদিন পালন করলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের নাটশালের কর্মীরা।
আর্ট মাদার আর্থ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম পৃথিবীর জন্মদিন উদযাপন করা হয়। এদিন কেক কেটে বেলুন উড়িয়ে সেলিব্রেট করা হল পৃথিবীর জন্মদিন।
পৃথিবীতে যেভাবে একের পর এক বিপর্যয় হচ্ছে সেই বিপর্যয় থেকে মুক্তির পথ খুঁজে পেতে সকলে যাতে পৃথিবীর যত্ন নেয় অর্থাৎ বেশি করে গাছ লাগানো, নদীর যত্ন নেওয়া, পশুপাখিকে নিধন না করা থেকে সচেতন হতে হবে সাধারন জনগনকে। আর এই ধরনের জন্মদিন উদযাপনের মধ্যদিয়ে সাধারন মানুষের কাজে বার্তা তুলে ধরাই এই সংগঠনের লক্ষ্য বলে জানান উদ্যোক্তা মাইকেল তরুন।
সংগঠনের মতে, সাধারণ মানুষ সচেতন হলেই পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। তাই নির্দিষ্ট একটি দিনে পৃথিবীর জন্মদিন উদযাপন করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন উদ্যোক্তারা।