১০০ কেজি ওজনের কেক কেটে পৃথিবীর জন্মদিন উদযাপন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 48 Second

কাছের মানুষ, বন্ধু এমনকি পরিবারের ছোট থেকে বড় সবার জন্মদিন সেলিব্রেট করি আমরা। যাকে ঘিরে হই হুল্লোড় করে মেতে উঠি। তবে কেউ কি কখনও পৃথিবীর জন্মদিন উদযাপনের কথা ভেবেছি? সবাই না ভাবলেও এঁরা ভেবেছেন। আর তাই ঘটা করে ১০০ কেজি ওজনের একটি কেক কেটে পৃথিবীর জন্মদিন পালন করলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের নাটশালের কর্মীরা।

আর্ট মাদার আর্থ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম পৃথিবীর জন্মদিন উদযাপন করা হয়। এদিন কেক কেটে বেলুন উড়িয়ে সেলিব্রেট করা হল পৃথিবীর জন্মদিন।

পৃথিবীতে যেভাবে একের পর এক বিপর্যয় হচ্ছে সেই বিপর্যয় থেকে মুক্তির পথ খুঁজে পেতে সকলে যাতে পৃথিবীর যত্ন নেয় অর্থাৎ বেশি করে গাছ লাগানো, নদীর যত্ন নেওয়া, পশুপাখিকে নিধন না করা থেকে সচেতন হতে হবে সাধারন জনগনকে। আর এই ধরনের জন্মদিন উদযাপনের মধ্যদিয়ে সাধারন মানুষের কাজে বার্তা তুলে ধরাই এই সংগঠনের লক্ষ্য বলে জানান উদ্যোক্তা মাইকেল তরুন।

সংগঠনের মতে, সাধারণ মানুষ সচেতন হলেই পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। তাই নির্দিষ্ট একটি দিনে পৃথিবীর জন্মদিন উদযাপন করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন উদ্যোক্তারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কো-উইন আ্যাপে বিভ্রাট, মহারাষ্ট্রের টিকাকরণ বন্ধ সোমবার পর্যন্ত । এম ভারত নিউজ

কো -উইন অ্যাপে বিভ্রাটের কারণে বন্ধ থাকছে মহারাষ্ট্রের টিকাকরণ । মহারাষ্ট্র রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের থেকে জানানো হলো এমনটাই। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত শনিবার সারাদেশব্যাপী করণা টিকা করন শুরু হয়ে গেছে এবং তাতে বলা হয়েছিল পুরো কর্মসূচিটি কো-উইন অ্যাপের মাধ্যমে নথিবদ্ধ করা হবে । এমতাবস্থায় অ্যাপের প্রযুক্তিগত ত্রুটির […]

Subscribe US Now

error: Content Protected