ভারতীয় দলের নয়া কোচ রাহুল দ্রাবিড় ? জল্পনা তুঙ্গে । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 4 Second

শুক্রবার রাতে চতুর্থবারের জন্য আইপিএল জিতল চেন্নাই সুপার কিংস । মহেন্দ্র সিং ধোনির এই সাফল্যের মধ্যেই ভারতীয় ক্রিকেটে আরেকটি বড় খবরে শিলমোহর পড়েছে। সূত্রের খবর শুক্রবার রাতের আইপিএল ফাইনালের পর রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসেবেই বেছে নিতে চেয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অবশেষে , সেই পদেই বসলেন রাহুল।

প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল দ্রাবিড়কে অবশ্য প্রথম থেকেই বিসিসিআইয়ের কোচ হিসেবে নিযুক্ত করতে চেয়েছিলেন সৌরভ। কিন্তু ব্যক্তিগত নানান কারণের জন্য ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে সম্মত হননি দ্রাবিড়। ফলে তাকে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান নিযুক্ত করা হয়। কিন্তু সম্প্রতি জাতীয় দলের সামনে উঠে এসেছে একাধিক ফাটলের ঘটনা। অসংখ্য তারকা বিরাট কোহলির উপর একেবারেই খুশী নন। ফলত এই পরিস্থিতিতে দ্রাবিড়‌ই একমাত্র দলের হাল ধরতে পারবেন বলে মনে করেছিল বিসিসিআই।

জানা গিয়েছে শুক্রবার রাতে সৌরভ বোর্ড সচিব জয় শাহ’কে নিয়ে বৈঠকে বসেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে । সেখানেই রাহুলকে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় কোচ হওয়ার বিষয়ে রাজি করিয়ে ফেলেন তারা। আপাতত ২০২৩ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিযুক্ত করা হলো বলেই সূত্রের খবর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতের ভ্যাকসিন রপ্তানির সিদ্ধান্তে সাধুবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের । এম ভারত নিউজ

অবশেষে ভ্যাকসিন রপ্তানির সিদ্ধান্ত নিল ভারত। ইতিমধ্যেই মোদির এই সিদ্ধান্তকে সাদর আহ্বান জানিয়েছেন মার্কিন উপ বিদেশমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। প্রসঙ্গত উল্লেখ্য, গত কালই মার্কিন উপ বিদেশমন্ত্রী বিশ্বব্যাপী সমস্ত দেশ গুলির মধ্যে ভারতের ভূমিকা উল্লেখ করেন। সেখানেই ভ্যাকসিন উৎপাদনকারী দেশ গুলির মধ্যে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে ভারত ঠিক কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে […]

Subscribe US Now

error: Content Protected