রামপুরহাট হত্যাকাণ্ডের মামলায় বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলাচ্ছে সিবিআই । যদিও ভাদু শেখ খুনের মামলার তদন্ত করছিল পুলিশই । তবে এবার কলকাতা হাই কোর্টের নির্দেশে রামপুরহাটের বগটুইতে ভাদু শেখের খুন হওয়ার মামলার তদন্তভারও এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর । নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ যেহেতু রামপুরহাটের অগ্নিকাণ্ড এবং ভাদু শেখ খুন মামলা একে অপরের সঙ্গে জড়িত সেই কারণেই কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে জানানো হয় । এই মুহূর্তে রাজ্যে আরও দুই সিবিআই সুপার এসে উপস্থিত হয়েছেন । বগটুই হত্যাকাণ্ড ও ভাদু শেখ খুন দুই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আগামী ২ মে-র মধ্যেই আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে ।
বগটুই কাণ্ডে যাঁরা জনস্বার্থ মামলা করেছিলেন, তাঁদের আইনজীবীদের পক্ষ থেকেই ভাদু শেখের খুনের ঘটনার তদন্তের ভারও সিবিআই-এর হাতে দেওয়ার আবেদন করা হয়েছিল ৷ তাঁদের যুক্তি ছিল, ভাদু শেখের খুনের জেরেই বগটুই গ্রামের অগ্নিকাণ্ড এবং জীবন্ত দগ্ধ করার ঘটনা ঘটেছে ৷ গতকালই কলকাতা হাইকোর্টে বগটুই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই ৷ তখনই সিবিআই-এর তরফে আদালতকে জানানো হয়, আদালত নির্দেশ দিলে তবেই তারা ভাদু শেখ খুনেরও তদন্ত করবে ৷ এর পরই এ দিন ভাদু শেখের খুনের ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত ৷ আদালতের নির্দেশে এই মুহূর্তে রাজ্যের বহু মামলার তদন্তের ভার সিবিআই-এর উপর দেওয়া হয়েছে । তবে এখনও কোনও মামলারই মীমাংসা হয়নি । এবার এই দুই ঘটনার তদন্ত রিপোর্ট কবে মিলবে সেটাই দেখার ।