ইতিমধ্যে জাপানে বিপুল বৃষ্টিপাতের কারণে কাদাধসের জেরে মৃত্যু হল দুজনের। পাশাপাশি এই মুহূর্তে এই কাদা ধসের কারণেই নিখোঁজ রয়েছেন প্রায় কুড়ি জন। সিনহুয়া জানিয়েছেন জাপানের এই বিপুল বৃষ্টিপাতের ফলে ভেসে গিয়েছে দশটি বাড়ি। জানা যায় সকালের দিকে বিপুল বৃষ্টিপাতের কারণে জাপানের সিযুওকার আতামি শহরে এই দুর্যোগ ঘটেছিল, মূলত পূর্ব এবং মধ্য জাপানের প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী এলাকায় অবস্থিত।

ইতিমধ্যেই প্রশাসনের তৎপরতায় দমকলকর্মী নামিয়ে বিপর্যস্ত মানুষদের উদ্ধারকার্য চালানো হচ্ছে। শুধু তাই নয় পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনীর কাছে সহায়তা চেয়েছেন সিযুওকার সরকার। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইওসিহিদ সুগা বিপর্যয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আবহাওয়া দপ্তরের প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারা যায় রেকর্ড মাত্রায় বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। আলগা মাটিতে বিপুল বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটায় ,তা কাদায় পরিণত হয়ে বিপুল কাদা ধসের সৃষ্টি করে যার ফলে বিপর্যয়ের পরিমাণ সর্বাধিক হয়ে যায়।