দুর্নীতির জন্য তৃণমূলকে বিদায় জানাবে বাংলার মানুষ। নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের পরিবর্তন শুরু হবে। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের মেছেদায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ২০১১ সালে ভুল করে মানুষ এই তৃণমূল সরকারকে এনে ছিল। তাঁর কথায়, যারা আমাকে আগে নন্দীগ্রামে পথ আটকে ছিল, আজ তারাই আমাকে ডাকেছে পদ্মফুল ফোটাতে, আর তাই আমি নন্দীগ্রাম যাচ্ছি।
এদিন প্রথমে জেলার দলীয় নেতৃত্বদের নিয়ে মেছেদার ইস্কন মন্দির চত্বর গুলুড়িয়া শহীদ মাতঙ্গিনী ময়দানে শরীর চর্চা করেন দিলীপবাবু। পরে ইস্কন মন্দিরে পুজো ও আরতি করেন তিনি। তারপর শান্তিপুর গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার হাঁটেন। সেখানে একটি মন্দিরে পুজো দিয়ে চায়ে পে চর্চায় বসেন বিজেপির রাজ্য সভাপতি।
এদিন চায়ে পে চর্চায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাঁদের সুস্থতা কামনা করেন দিলীপবাবু। এদিনের কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক, সিরাজ খান সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।