আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেনের উপস্থিতিতেই আইএনটিটিইউসির কোর কমিটি গঠন নিয়ে বিক্ষোভ। শনিবার দোলা সেনের উপস্থিতিতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানার ইউনিয়নগুলি পরিচালনার জন্য আইএনটিটিইউসির কোর কমিটি গঠনের বৈঠকের আয়োজন করা হয়েছিল।

এদিন দুপুর থেকেই হলদিয়ার টাউনশিপে সিপিটি গেস্ট হাউসে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থাগুলিকে নিয়ে দফায় দফায় বৈঠক করছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন। বৈঠক চলাকালীন আচমকাই হই হট্টগোল শুরু হয়ে যায়।

এদিন নেত্রীর উপস্থিতিতেই তৃণমূলের দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। বাইরে তখন প্রচুর তৃণমূল কর্মী দোলা সেনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে জয়ধ্বনি দেন তারা। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হলদিয়া থানার পুলিশ। এদিকে, সংঘর্ষের মধ্যে পড়ে ডানদিকের কাঁধের হাড় ভেঙে যায় আইএনটিটিইউসির পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিবনাথ সরকারের। বর্তমানে তিনি হলদিয়া বন্দর হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত হয়েছেন পুর চেয়ারম্যান ও বন্দরের নেতা শ্যামল আদক সহ অন্যান্য শ্রমিক নেতারাও আক্রান্ত হয়েছেন।