Read Time:1 Minute, 16 Second
বঙ্গ ভোটের আগে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়োগ করা হয়েছে নতুন পুলিশ কমিশনারকে। সৌমেন মিত্র কে বর্তমানে কলকাতা পুলিশের নতুন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।

ওদিকে অনুজ শর্মাকে পরিবর্তন করানো হয়েছে রাজ্য সিআইডি এডিশনাল ডিরেক্টর জেনারেল রূপে। বঙ্গ ভোটকে কেন্দ্র করে প্রায় ২২ জন আইপিএস অফিসারকে বদলির অর্ডার দেওয়া হয়েছিল । পাশাপাশি চারজন পুলিশ কমিশনার এবং দুজন ডাব্লু বি পি এস অফিসারকেও স্থানান্তর করানো হয়েছে। হাওড়া , বিধান নগর এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার পরিবর্তন করার কথাও হয়েছে।
কুনাল আগারওয়ালকে বর্তমানে মিদনাপুর অঞ্চলের ডিআইজি পদে নিযুক্ত করা হয়েছে । পাশাপাশি এও জানানো হয়েছে সাধারণ মানুষের প্রয়োজন নেই এই ধরনের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।