নববর্ষ ১৪৩০: নতুন বছর কিভাবে কাটালেন সেলেবরা? এম ভারত নিউজ

Mbharatuser

চিতল মাছের মুইঠা, কাতলার কালিয়া, চিংড়ির মালাইকারি, ডাব চিংড়ি এ সবের ব্যবস্থা থাকছে…

0 0
Read Time:6 Minute, 5 Second

গতকাল গিয়েছে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। এটাই বছরের প্রথম দিন। নববর্ষের সকালে নতুন জামা পরে মন্দিরে মন্দিরে মানুষের ভিড়। বছরের শুরুটা মন্দিরে পুজোতেই শুরু করতে চান আপামর বাঙালি। সেই মতো শহরের পাশাপাশি জেলার বিভিন্ন মন্দির গুলিতে উপচে পড়েছিল ভিড়। দক্ষিণেশ্বর, কালীঘাট, ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু করে তারাপীঠ, কঙ্কালীতলা, বর্গভীমা এমনকি আসানসোলের ঘাগরবুড়ি মন্দির সহ একাধিক এলাকায় মন্দির গুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। এ তো গেল পুজো-পাট। নববর্ষ আসবে আর বাঙালি কবজি ডুবিয়ে খাবেনা তাও কি হয় নাকি? দুপুরের পর থেকে শহরের নামিদামি রেস্টুরেন্টগুলিতে লম্বা লাইন দেখতে পাওয়া যায়। নববর্ষে দোকানগুলোও ছাড় দিচ্ছে। হায়দরাবাদি পোলাও, ইলিশ পাতুরি, পনির কোর্মা, সবুজ আলুর দম, ইলিশ ভাপা, চিতল মাছের মুইঠা, কাতলার কালিয়া, চিংড়ির মালাইকারি, ডাব চিংড়ি এ সবের ব্যবস্থা থাকছে।

এ তো গেল আমার আপনার মত আম জনতার কথা, আজকের দিনটা কেমন কাটালেন আমাদের পরিচিত সেলেবরা, তাদের কাছে নববর্ষ কেমন? চলুন জেনে নেওয়া যাক।

১৪২৯ পেরিয়ে এল ১৪৩০। নতুন বছর সকাল সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ পোস্ট শেয়ার করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে কবীর সুমন, শ্রীলেখা মিত্র, দেবলীনা কুমার। কী লিখলেন তাঁরা তাঁদের সেই পোস্টে? এদিন সকাল সকাল কবীর সুমন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানান। ফেসবুকের এই পোস্টে গায়ক লেখেন, ‘শুভ নব বৈশাখ, আমার মাভাষা! আমার মাভাষায় খেয়াল! শুভ শুভ শুভ!’

অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর একটি ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান। ছবিতে তাঁকে একটি লাল রঙের ভেলভেট শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে গলায় জড়োয়া হার। নমস্কার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘নববর্ষের নতুন আলোয় উজ্বল হয়ে উঠুক সকলের জীবন। শুভ নববর্ষর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।’ এছাড়া তিনি একটি রিলস পোস্ট করেন।

শ্রীলেখা মিত্র অবশ্য এদিন একটু মজার ছলেই পোস্ট করলেন। কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেচ্ছা বা অভিনন্দন না জানিয়ে সবাই যেন শুভনন্দন বলেন। সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘শুভ নববর্ষের অভিনন্দন বলব নাকি শুভনন্দন সেটা ভাবতে গিয়েই দেরি হয়ে গেল!’ তাঁর এই পোস্টে অনেকেই মজা পেয়েছেন।

অভিনেত্রী দেবলীনা কুমার একটি নাচের ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে একটি বিহু গানে নাচতে দেখা যায়। বসন্ত বহিল সখি গানটিতে নেচে সেটাকে তিনি ‘মনে প্রাণে বাঙালি’ ক্যাপশনে দিয়ে পোস্ট করেন।

অন্যদিকে, এইদিন কেউ কেউ শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন আবার কারোর করোর অন্য কোনও প্ল্যানও থাকে। আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কে কীভাবে পালন করলেন। টলিউডের কনিষ্ঠ অভিনেতাদের মধ্যে ঋতব্রত মুখোপাধ্যায় অন্যতম। বেশ কয়েক বছর হল তিনি এই ইন্ডাস্টিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ঋতব্রত জানিয়েছেন যে তাঁর আজকে নাটকের শো রয়েছে মধুসূদন মঞ্চে। তাই বাঙলা নববর্ষ সেভাবে পালন করতে পারছেন না।
টলিউড ও টেলিভিশনের অতি পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। সামনেই অভিনেত্রীর ফাটাফাটি সিনেমা মুক্তি পাবে। এই বছর নববর্ষ শান্তিনিকেতনে, কাজের মধ্যেই কাটবে স্বস্তিকার।

টলিউড তথা টেলিভিশনের মোস্ট হ্যান্ডসম হাঙ্ক রণজয় বিষ্ণু বাংলা নববর্ষ পালন করেন দারুণভাবে। এমনিতে রণজয় তাঁর শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন। নিজের শরীর ধরে রাখতে তিনি থাকেন কড়া ডায়েটের মধ্যেই। তবে বাংলা নববর্ষে সেইসব কিছু আর মেনে চলেন না। একদিন নিজের ইচ্ছা মতোন খাওয়া-দাওয়া করেন অভিনেতা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজভবন এখন থেকে 'জন রাজভবন', ঘুরে দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। এম ভারত নিউজ

৪ জনকে রাজভবনের তরফে সংবর্ধনা দেওয়া হয়...

Subscribe US Now

error: Content Protected