আদালতের নির্দেশে এবছর গঙ্গার ঘাট ভিড় করে ছটপুজো নিষিদ্ধ। নির্দেশ মানতে তৎপর পুলিশ প্রশাসনও। শুক্রবার তেমনিই ছবি দেখা গেল হাওড়ায়। হাওড়ার গঙ্গা নদী ও দামোদর নদের সমস্ত ঘাট সহ একাধিক খাল বা ছোটোখাটো জলাশয়ে ছিল কড়া নিরাপত্তা। এদিন নিষ্ঠাভরে ছটি মাইয়ার পুজো সারেন ভক্তরা।
এদিন পুলিশি নিরাপত্তার মাধ্যমেই কোভিড বিধি মেনে ঝাঁকায় করে বিভিন্ন প্রকার ফল,মিষ্টি,ফুল,বস্ত্র সহযোগে সপরিবারে বিভিন্ন নদীঘাট গুলিতে পুজোপাঠের মধ্য দিয়ে পরিবারের সকলের মঙ্গল কামনায় ব্রতী হন তাঁরা।
ছটপুজো উপলক্ষ্যে ভক্তরা ভিড় জমালেও পুলিশের উপস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ করা হয়। এদিন হাওড়া সিটি ও গ্রামীণ পুলিশের তরফে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সেইসঙ্গে আদালতের নির্দেশ যাতে অমান্য না হয় তারজন্যও যথেষ্ট ব্যবস্থা নেয় পুলিশ। ঘাটগুলিতে কঠোর নজরদারির পাশাপাশি মোতায়েন ছিল র্যাফ ও বির্পযয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এছাড়া গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিবপুর ঘাটে যান তৃণমূল নেতা অরুপ রায় ও বাউড়িয়ায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলী সহ অন্যান্যরা নেতত্বরা।