কোভিডের জের। বিশ্বভারতীর পৌষমেলায় কাটছাঁট করা হল। বিশ্বভারতী সূত্রে খবর, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর ঐতিহ্যবাহী পৌষ মেলা হচ্ছে না। বদলে বিশ্বভারতীতে এবছর পৌষ উৎসব হবে বলে জানানো হয়েছে । এবারের পৌষ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সূত্রের খবর আমন্ত্রণ জানানো হলেও প্রধানমন্ত্রী আসতে পারবেন না। এখনও পর্যন্ত ঠিক আছে পৌষ উৎসবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। ৮ পৌষ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস৷ এই উদযাপনে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ককেও।
করোনা পরিস্থিতিতে কীভাবে পৌষ উৎসবের আয়োজন করা হবে। সেই নিয়ে শনিবার উপাচার্যের উপস্থিতিতে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠকেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় পৌষ মেলা হবে না। তবে চার দিন প্রথা মেনেই পালিত হবে পৌষ উৎসবের বিভিন্ন অনুষ্ঠান।