অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ব্রাজিলে চলছে কোভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল। আর সেই ট্রায়ালে নাম লেখানো এক চিকিৎসক স্বেচ্ছাসেবী মারা গেলেন। তবে এতেই থেমে না থেকে ট্রায়াল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে মৃত্যু তা পরিস্কার করেনি সংস্থা। মৃত চিকিৎসক রিয়ো ডি ব্রাজিলের বাসিন্দা। গবেষকদের আশা অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকাটিই সবার আগে বাজারে আসবে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফল হয়েছে টিকাটি। এর আগে সেপ্টেম্বরের শুরুতে অক্সফোর্ডের টিকার ট্রায়াল চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন ব্রিটেনের এক ব্যক্তি। যুক্তরাজ্য, ব্রাজিল ও ভারতে টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকাটি কার্যকর প্রমাণিত হলে তা কেনার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। এই টিকার সঙ্গে জোরদার প্রতিযোগিতা রয়েছে চিনের সিনোভ্যাক টিকার। সাও পাওলোতে দু’টি টিকা প্রস্তুতকারক সংস্থাই চূড়ান্ত পর্বের ট্রায়াল চালাচ্ছে।
