কোভিড পরিস্থিতিতে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার দাবিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ আহ্বানে আজ, বুধবার দুপুর আড়াইটের সময় একটি ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন একাধিক অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা । মমতার সঙ্গে এই যৌথ বৈঠক ডেকেছেন কংগ্রেস সভানেত্রী । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পাঞ্জাব, ছত্তীসগড়, পুদুচেরির মতো একাধিক কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেবেন। এর আগেও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী, প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এই বিষয়ে টুইটও করেছেন মমতা ।
মঙ্গলবার প্রেস বিবৃতি জারি করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ জানিয়ে দেয়, সেপ্টেম্বরেই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা । আর স্থগিত করার কোনও অবকাশ নেই। এনটিএ জানিয়েছে, পূর্ব ঘোষণা মতো ১-৬ সেপ্টেম্বর হবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা। এবং ১৩ সেপ্টেম্বর হবে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।