নিট-জয়েন্ট রুখতে আজ অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক

user
0 0
Read Time:1 Minute, 57 Second

কোভিড পরিস্থিতিতে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার দাবিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ আহ্বানে আজ, বুধবার দুপুর আড়াইটের সময় একটি ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন একাধিক অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা । মমতার সঙ্গে এই যৌথ বৈঠক ডেকেছেন কংগ্রেস সভানেত্রী । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পাঞ্জাব, ছত্তীসগড়, পুদুচেরির মতো একাধিক কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেবেন। এর আগেও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী, প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এই বিষয়ে টুইটও করেছেন মমতা ।

মঙ্গলবার প্রেস বিবৃতি জারি করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ জানিয়ে দেয়, সেপ্টেম্বরেই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা । আর স্থগিত করার কোনও অবকাশ নেই। এনটিএ জানিয়েছে, পূর্ব ঘোষণা মতো ১-৬ সেপ্টেম্বর হবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা। এবং ১৩ সেপ্টেম্বর হবে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ট্রায়াল শেষ হওয়ার আগেই কিভাবে ভ্যাক্সিন দিচ্ছে চিন ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে ২৬টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে । এর মধ্যে ৬টি ভ্যাকসিন সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ তার মধ্যে তিনটি ভ্যাকসিনই চিনের ৷ শেষ জানতে পারা গেছিল, চিনের সরকারি ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি একটি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছিল । বর্তমানে সংক্রমণমুক্ত চীন […]

Subscribe US Now

error: Content Protected