পূর্বঘোষণা মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী করোনার টিকা করন শুরু হওয়ার পরেই অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলিতে পাঠাতে শুরু করেন টিকা ।তার মধ্যে প্রধান দেশগুলি হলো নেপাল ভুটান বাংলাদেশ ইত্যাদি। ভারতের পাঠানো কোভিড ভ্যাকসিন পেয়ে আপ্লুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরায়স্বামীর হাত দিয়ে পাঠানো হয়েছে কুড়ি লক্ষ করোনার টিকা। শুধু তাই নয় এর আগেও করোনার ভয়াবহ কালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলাদেশকে দেওয়া হয়েছিল মাস্ক-স্যানিটাইজার এবং ঔষধ সামগ্রী। তাই একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা এইরূপ কঠিন পরিস্থিতিতে বাংলাদেশকে করোনার টিকা উপহার দেওয়ার জন্য ভারতবর্ষকে অনেক ধন্যবাদ জানায় বাংলাদেশের জনসাধারণ ।পাশাপাশি তিনিও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে। ভারতের তরফ থেকে পাঠানো ওই কুড়ি লাখ টিকার ডোজ কিভাবে দেয়া হবে সাধারণ মানুষকে তা ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে পরবর্তীতে আরও তিন কোটি করোনার টিকা কেনা হবে ভারতের সিরাম ইনস্টিটিউট এর কাছ থেকে বলেই জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এমনকি ওই টিকার ৫০ লক্ষ ডোজ পৌঁছে যাবে ২৫ শে জানুয়ারির মধ্যেই ।এমনটাই জানা যাচ্ছে বাংলাদেশ সরকারের তরফ থেকে।