0
0
Read Time:27 Second
করোনায় আক্রান্ত টলিউডের মল্লিক পরিবার। আক্রান্ত অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক, মেয়ে কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী নিসপাল সিংহ রানে। আপাতত বাড়ি থেকেই চিকিৎসা চলছে তাঁদের। শুক্রবার নিজেই টুইট করে এ কথা জানান কোয়েল।