মাদককাণ্ডে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুলপ্রীত সিং, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠাল এনসিবি। পাশাপাশির রকুলপ্রীত সিং এবং সিমন খাম্বাট্টাকেও সমন পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যদিও বর্তমানে গোয়ায় শ্যুটিংয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। তবে গত ৩ দিন ধরে দীপিকা পাড়ুকোন কোনও শ্যুটিং করছেন না বলে খবর। ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক চ্যাট প্রকাশ্যে আসার পর থেকেই নিজের আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। সেই কারণেই গত ৩ দিন ধরে দীপিকা পাড়ুকোন কোনও শ্যুটিং করছেন না বলে খবর। যদিও সারা আলি খান বা শ্রদ্ধা কাপুরের তরফেও এ বিষয়েও কোনও রকম মন্তব্য করা হয়নি। অন্যদিকে ফের তলব করা হয়েছে শ্রুতি মোদি ও করিশ্মা প্রকাশকেও ৷ সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগে এনসিবি ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করেছে। এ বার সেই সূত্রে অন্যদেরও ডাক পড়ছে।
দীপিকা, সারা, শ্রদ্ধা কাপুরদের তিনদিনের মধ্যে হাজিরার নির্দেশ এনসিবির । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 44 Second