অপেক্ষার অবসান। দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবা রাজ চক্রবর্তী সেশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ করেন। এবার কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। নাম পর্যন্ত দেওয়া হয়ে গেছে তারকা দম্পতির। চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। ছোট্ট ইউভান এখন বড় দাদা। লক্ষ্মীবারে লক্ষ্মী এল রাজ-শুভশ্রীর ঘর আলো করে । নাম দিয়েছে ইয়ালিনি। দম্পতি মেয়েকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘আমাদের জগতে তোমায় স্বাগত’।
জানা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গভীর হয় । তার পর থেকেই একে অন্যকে চোখের আড়াল হতে দিতেন না তাঁরা। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালে করোনা মহামারির মাঝেই তারকা দম্পতির ছেলে সন্তান ইউভানের জন্ম হয়। ইউভানের ছোট বোনের নাম ইয়ালিনি। নামটি তামিল ভাষীদের মধ্যে অধিক প্রচলিত। অর্থ সংগীত, সুর।