এনআইএ-র হাতে গ্রেফতার ছত্রধর মাহাতো । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

জঙ্গলমহলে ভোট মিটতেই জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতো। তাঁকে গ্রেফতার করে এনআইএ-র ৪০ সদস্যের একটি দল। ২০০৯ সালে লালগড়ের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় এদিন ছত্রধরকে গ্রেফতারির পর কলকাতায় আনা হচ্ছে। যদিও আগেই সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে একাধিকবার তলব করা হয়। ১৬, ১৮ এবং ২২ মার্চ তাঁকে NIA-এর পক্ষ থেকে হাজিরা দিতে বলা হয়।NIA এর অভিযোগ দীর্ঘদিন ধরে অজুহাত দিচ্ছেন তিনি দেখা করছেন না শারীরিক অসুস্থতা এবং ভোটের কার্যকলাপের অজুহাত দিয়ে।

যদিও জ্ঞানেশ্বরী মামলায় তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের লোককে জানিয়েছে এনআইএ আধিকারিকরা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার ঘটনায় মূল অভিযুক্ত তৎকালীন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। একাধিক মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ছত্রধর মাহাতোর। রাষ্ট্রদ্রোহিতা ও বেআইনি কার্যকলাপ বিরোধী আইন বা UAPA-তে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়।কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে।

গতকাল 11 বছর বাদে ভোট দেন তিনি । ভোট দিয়ে ছত্রধর মাহাতো বলেন, “১১ বছর পর আবার ভোট দিতে এলাম। তাই অনুভূতিটা অন্যরকম। এর আগে আমি ভোট দিয়েছি। কিন্তু তখন আমার দল ক্ষমতায় ছিলনা। কিন্তু এইবার যখন ভোট দিতে এলাম তখন আমার দল ক্ষমতায় আছে। আবারও ক্ষমতায় আসবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই অনুভূতিটা অন্যরকম। দলের দুর্দিনে ছিলাম, এখনও দলে রয়েছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মর্যাদা দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। এজন্য নিজেকে নিংড়ে দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লাগাতার কর্মসূচি নিয়ে নন্দীগ্রাম সফরে তৃণমূল সুপ্রিমো । এম ভারত নিউজ

আজ বিকেলেই নন্দীগ্রামে পৌঁছতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন দোল উৎসবে, সভা করবেন বিরুলিয়া বাজারে।৩০ মার্চ নন্দীগ্রামে আসছেন অমিত শাহ, আর তাই তার আগেই পাল্টা কর্মসূচিতে ব্যস্ত হয়েছেন মমতা। নন্দীগ্রামে সম্মান রক্ষার লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার পাঁচ […]

Subscribe US Now

error: Content Protected