প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই অসন্তোষ দেখালেন তৃণমূলের বিভিন্ন বলিষ্ঠ নেতারা। আজ সকালেই উত্তরবঙ্গ তৃণমূল নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন এক নেতা তারপরেই দমদম পৌরসভার অন্তর্গত তৃণমূল শাসক বাহিনীর একাধিক নেতা মন্ত্রীরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
টিকিট না পেয়ে শাসক দলে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। দক্ষিণ দমদম পুরসভার অন্যতম প্রশাসক প্রবীর পাল তৃণমূল ছাড়ছেন। তবে একা তিনিই নন পাশাপাশি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আরো পার্শ্ববর্তী বিভিন্ন কাউন্সিলরদের । প্রায় সকলেই যোগ দিতে চলেছেন বিজেপিতে। রবিবাবুর ভালো কাজের জন্য সুনাম রয়েছে যথেষ্ট তার প্রচুর বিজেপিতে যোগদানের কথা ভাবছেন তিনি।
শুধু দক্ষিণ দমদম পৌরসভা নয়, পাশাপাশি দলবদলে খেলায় মেতে উঠেছেন রাজারহাট-গোপালপুর পুরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলরও। শুধু কলকাতায় নয় পাশাপাশি উত্তরবঙ্গ মালদা সমস্ত জায়গাতেই বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরাই ভোটের টিকিট না পেয়ে অসন্তোষের মুখে পুরে দলবদলে সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই।